একটি সোপ কোম্পানির সাবানের আকার, রং, গন্ধ পরিবর্তন কোন ডিজাইনের উদাহরণ?
বিক্রয় প্রতিষ্ঠানের কোনটিকে গতিশীল রাখে?
স্মার্ট টেলিকম বৈশাখ মাসে গ্রাহকদের জন্য প্রদান করেছে 'বৈশাখি ঝড়ো অফার'। তারা তাদের Latest মডেলের স্মার্ট মোবাইল সেট মাস জুড়ে ২০% ছাড়ে বিক্রয় করছে। টেলিভিশনে এ ধরনের সংবাদ দেখে আনন্দে ভরে উঠল মিসেস সুজানার মন।
স্মার্ট মোবাইল ফোনের এ ধরনের অফারকে কী বলা হয়?
কোনটি পণ্যকে অন্যান্য পণ্য হতে পৃথক করতে সাহায্য করে?
বাংলাদেশের EPZ-গুলো যে উৎপাদনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে-
i. সস্তায় শ্রম ও শুল্ক সুবিধা
ii. অবকাঠামোগত সুযোগ-সুবিধা
iii. মূলধনের সহজপ্রাপ্তি
নিচের কোনটি সঠিক?
সিহাব একজন আলু ব্যবসায়ী। তিনি আলু সংগ্রহ করে গুদামজাত করেন। এতে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?