মিসেস শারিকা চট্টগ্রামের নিউ মার্কেটের 'গোল্ড কুইন' নামে একটি দোকানে অলংকার কিনতে যান। তিনি যেখানে সাত ভরি ওজনের একটি সেট দেখে খুবই মুংখ হন। এ অলংকার সেটটি তার কাছে খুব স্বতন্ত্র বৈশিষ্ট্য ও আকর্ষণীয় ডিজাইনের মনে হয়েছে। মিসেস শারিকা দোকানের বিক্রয় কর্মকর্তার মাধ্যমে নিশ্চিত হন যে, সেটটি আন্তর্জাতিক মান বজায় রেখে ২২ ক্যারেটের স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে। এ কারণে তিনি উক্ত সেটটি তাৎক্ষণিকভাবে ক্রয়ের সিদ্ধান্ত নেন।

উদ্দীপকের মিসেস শারিকা অলংকার সেটটি ক্রয়ের ক্ষেত্রে যে পণ্য ডিজাইনের প্রতি গুরুত্বারোপ করেছেন তা হলো- 

i. সান্দনিক 

II. উৎপাদন

ill, ব্যবহারিক 

নিচের কোনটি সঠিক?

Created: 3 months ago | Updated: 1 month ago

Related Questions