শিল্পবিপ্লবের যুগে একজন উৎপাদক নিজেই-
i. কাঁচামাল সংগ্রহ করত
ii. পণ্য উৎপাদন করত
iii. স্থানীয় বাজারে বিক্রি করত
নিচের কোনটি সঠিক?
মিস রাকা বাগান থেকে বাছায়কৃত উন্নত জাতের লিচু নিজস্ব পিকআপের মাধ্যমে অভিজাত শপিং সেন্টারে পৌঁছে দেন।
মিস রাকা বিপণনের কোন কাজের সাথে জড়িত?
জনাব রবিন একজন পুস্তক ব্যবসায়ী। প্রথম থেকেই তিনি অনলাইনের মাধ্যমে বই বিক্রয় শুরু করেছেন। যার ফলে ক্রেতারা সহজেই তার সাথে যোগাযোগ করে বই ক্রয় করতে পারছে। তিনি ১লা বৈশাখ উপলক্ষ্যে সকল বইয়ের ওপর ১০% ছাড় দেন। এ কারণে তিনি অল্প সময়ে প্রচুর বই বিক্রয় করে লাভবান হন।
জনাব রবিন কর্তৃক গৃহীত প্রমোশন কৌশল হলো-
i. প্রত্যক্ষ বিপণন
ii. গণসংযোগ
iii. বিক্রয় প্রসার
প্রতিষ্ঠানে আনুষঙ্গিক যন্ত্রপাতি ব্যবহৃত হয়-
i. ভারি যন্ত্রপাতির সহায়ক হিসেবে
ii. ভারি যন্ত্রপাতির সাহায্যকারী হিসেবে
iii. ভারি যন্ত্রপাতির পরিবর্তক হিসেবে