'পদ্মা এয়ার লাইন্স' নিয়মিতভাবে ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনা করে। গতকাল সকালের ফ্লাইটে তাদের ২০টি টিকিট অবিক্রীত থাকে। ফলে প্রতিষ্ঠানকে লোকসানের মুখোমুখি হতে হয়েছে। উল্লিখিত উদ্দীপকে সেবার কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
কোনটি বিক্রয় প্রসার কার্যক্রমের অন্তর্ভুক্ত নয়?
জুনায়েদের প্রতিষ্ঠানের পরিবর্তনশীল ব্যয় ২০ টাকা। তিনি মোট স্থায়ী ব্যয় ৫,০০,০০০ টাকা ও মোট বিক্রয়ের পরিমাণ ৫০,০০০ এককের ভাগফলের সাথে ২০ টাকা যোগ করে ৩০ টাকা ফলাফল পেলেন। জুনায়েদের প্রাপ্ত ফলাফলটি কিসের?
'পাউরুটি উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদনে অব্যবহৃত ক্ষমতা কাজে লাগাতে বিস্কুট উৎপাদন করছে'- এটি কোন ধরনের কৌশল?
জনাব তুষার একজন প্রাইভেট কার ব্যবসায়ী। তিনি জাপান থেকে প্রাইভেট কার আমদানি করেন। চট্টগ্রাম বন্দর থেকে প্রাইভেট কার খালাসের ক্ষেত্রে 'সেতু ট্রেডার্স' এর সাহায্য নেন। 'সেতু ট্রেডার্স' কোন ধরনের মধ্যস্থব্যবসায়ী?
জনাব শাহাদাত কর্তৃক সামষ্টিক পরিবেশের উপাদানগুলো, নিয়ন্ত্রণ করতে না পারার কারণ হলো-
i. প্রতিষ্ঠানের কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে
ii. উপাদানগুলো প্রতিষ্ঠানের বাইরে অবস্থান করে
iii. উপাদানগুলোর প্রভাব পূর্বানুমান করা যায় না
নিচের কোনটি সঠিক?