নরসিংদিতে রিয়াজ সাহেবের কাপড় উৎপাদনের একটি কারখানা রয়েছে। তার প্রস্তুতকৃত কাপড়ের রং ওঠো যায় বলে বর্তমানে চাহিদা কমে গেছে। এমতাবস্থায় রিয়াজ সাহেরের কারখানায় কিসের অভাব পরিলক্ষিত হয়?
লোভনীয় পণ্যের অন্তর্ভুক্ত হলো-
i. মোবাইল ও ল্যাপটপ
ii. চিপস ও চীনাবাদাম
iii. চটপটি ও আইসক্রিম
নিচের কোনটি সঠিক?
ISO-এর পূর্ণরূপ কী?
'রেয়াতি' বিপণন মিশ্রণের কোন উপাদানের অন্তর্গত?
জনাব ইদ্রিস একটি সেবাদানকারী প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নিলেন। তিনি সেবাদানকারী প্রতিষ্ঠান গঠন করতে চান-
i. মুনাফা অর্জনের উদ্দেশ্যে
ii. পারিবারিক উদ্দেশ্যে
iii. সেবাদানের উদ্দেশ্যে
মি. সজীব তার প্রতিষ্ঠানে জনশক্তির মধ্যে নিস্পৃহতা দেখতে পাচ্ছে। প্রচুর পরিমাণে কাঁচামাল ও সীমিত যন্ত্রপাতির মাধ্যমে তারা তাদের ক্ষমতা কাজে লাগাতে চাচ্ছে। মি. সজীব উৎপাদন ক্ষমতা বাড়াতে পারবেন-
i. জনশক্তিকে প্রশিক্ষিত করে
ii. সঠিকমাত্রার কাঁচামাল ব্যবহার করে
iii. যন্ত্রপাতিকে একাধিক শিফটে কাজে লাগিয়ে