একই মালিকানায় পরিচালিত দুই বা ততোধিক শাখা সমৃদ্ধ খুচরা বিপণিকেন্দ্রকে কী বলে?
আদান এবং প্রদান এ দুটি বিষয় বিনিময়ের কী?
সিফাত কোম্পানির হয়ে মেহেদি সাহেব কাজ করেন-
i. মধ্যস্থব্যবসায়ী হিসেবে
ii. ঝুঁকি বহনকারী হিসেবে
iii. পণ্য প্রেরণকারী হিসেবে
নিচের কোনটি সঠিক?
কোন যুগ শিল্পবিপ্লবের যুগ হিসেবে পরিচিত?
খনিজ সম্পদ অনুসন্ধান, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি একটি দেশের অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত?
তাহিন একটি প্রতিষ্ঠানের সুপারভাইজর। তিনি ভালো বেতন ও অন্যান্য সুবিধা পাবার পরেও কাজের প্রতি মনোবল কম। তার এ মনোবল কম হওয়ার কারণ কী?