ধানের টুংরো রোগের লক্ষণগুলো হলো-
i. পাতার রং আস্তে আস্তে হলদে হয়ে যায়
ii. গাছ টান দিলে সহজেই উঠে আসে
iii. পাতা মারা যায়
নিচের কোনটি সঠিক?
‘পাবনাই’ কোন ফসলের খরা সহিষ্ণু জাত?
অঙ্গজ বীজ হলো—
i. আদা
ii. আনারসের মুকুট
iii. কাকরোলের মূল
ধান বীজ জীবাণুমুক্ত করা যায় -
i. রোদে ২-৩ ঘন্টা শুকিয়ে
ii. ৫২-৫৫ ডিগ্রি সে গরম পানিতে ১৫ মিনিট ডুবিয়ে রেখে
iii. প্রতি কেজিতে ৩০ গ্রাম কার্বক্সিন (১.৭৫%) + থিরাম (১.৭৫%) ব্যবহার করে
বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমি -
i. উর্বর হবে
ii. আগাছামুক্ত ও আলো-বাতাসযুক্ত থাকবে
iii. ২% জৈব পদার্থের উপস্থিতি থাকবে
বারি ছোলা ৫ জাতের ছোলার গাছের রং কেমন?