সমাজবিজ্ঞানের পরিধির ক্ষেত্রে বলা যায় এটি-
i. সমাজের পরিবর্তনশীলতার ওপর নির্ভরশীল
ii. গবেষক সংখ্যার ওপর নির্ভরশীল
iii. পারস্পরিক মিথষ্ক্রিয়ার ওপর নির্ভরশীল
নিচের কোনটি সঠিক?
আল-উমরানের পঞ্চম অধ্যায়ে আলোচিত হয়েছে
i. জীবনধারণের উপায়
ii. চাহিদা ও সরবরাহ
iii. রাজ্য ও সার্বভৌমত্ব
কোনটিকে সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা হিসেবে অভিহিত করা যায়?
কোনটি উৎপাদনের একটি একক হিসেবে অর্থনৈতিক কাজ সম্পাদন করে থাকে?
ক্ষুদ্র নৃগোষ্ঠী 'ক' সম্প্রদায় মনে করে, বাবা-মা মৃত্যুর পর তাদের সবকিছু দেখেন এবং আত্মার রূপ নিয়ে তাদের উপকার করেন। এখানে 'ক' নৃগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসে কী প্রকাশ পেয়েছে?
জেন্ডার সম্পর্কিত আলোচনার অতি সাম্প্রতিক সংযোজন কোনটি ?