জনাব সৌমিত্র 'অনিন্দ সুপার শপ' এ বিক্রয়কর্মী হিসেবে চাকরি করছেন। তিনি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, আত্মবিশ্বাসী, উদ্যমী ও আশাবাদী একজন মানুষ। তাছাড়া মার্জিত আদব-কায়দা ও মিশুক স্বভাবের কারণে তার সুনাম রয়েছে। ফলে বছর না ঘুরতেই তিনি এখন ফ্লোর ইন চার্জের দায়িত্ব পেয়েছেন।
বিক্রয়কর্মী হিসেবে জনাব সৌমিত্রের কোন ধরনের গুণাবলির কথা উল্লেখ করা হয়েছে?
i. পেশাগত
ii. মনস্তাত্ত্বিক
iii. সামাজিক
নিচের কোনটি সঠিক?