আর্থিক বছরে কোন দেশের অভ্যন্তরে অবস্থানরত সকল মানুষের ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়ের সমষ্টিকে কী বলে?
পণ্য পুনঃডিজাইন ব্যয় কোন ধরনের ব্যয়?
করিম জুট মিলস সরকার কর্তৃক স্থাপিত একটি পাটের ফ্যাক্টরি যেখান থেকে সারাদেশে পাটজাত পণ্য সরবরাহ করা হয়। যা গত ৩ বছর ধরে আশুলিয়া এলাকায় গড়ে উঠেছে। এটি মূলত কোন ধরনের সংগঠন?
প্রচার পণ্য সম্পর্কিত তথ্য উপস্থাপন করে-
i. অর্থ প্রদত্ত উপায়ে
ii. নৈর্ব্যক্তিক উপায়ে
iii. গণমাধ্যমে
নিচের কোনটি সঠিক?
'টেস্টি জুস' কোম্পানি দেশীয় উৎপাদিত আম, আনারস ও পেয়ারার জুস তৈরি করে বিপণন করে। এ প্রতিষ্ঠানটি টেট্রা প্যাকে ও ফুট গ্রেড প্লাস্টিক কন্টেইনারে জুস বিক্রয় করায় এর গুণগত মান অক্ষুণ্ণ থাকে এবং ভোক্তারাও এ জুসটি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ মনে করে। 'টেস্টি জুস' কোম্পানি যে পণ্য ডিজাইনের ওপর গুরুত্ব দিয়েছে তা হলো-
i. ব্যবহারিক
ii. উৎপাদন
iii. প্যাকিং
কোন পরিকল্পনা মডেলকে গাণিতিক সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়?