'ক' দেশের সরকার এক বছরের জন্য জমির খাজনা, মজুরি, সুদ ও মুনাফা হিসাব করে জাতীয় আয় পরিমাপ করে। তবে এক্ষেত্রে সরকার পরোক্ষ কর বাদ দিয়ে থাকে। 'ক' দেশের সরকার কোন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করে?
প্রক্রিয়া বিন্যাসের ক্ষেত্রে কিসের সংকট দেখা দেয়?
পণ্যের জন্য একটি সুনির্দিষ্ট ও আকর্ষণীয় রং, সাইজ ও প্যাটার্ন নির্ধারণকে কী বলে?
বিশেষ শিল্প এলাকায় শিল্প গঠনে উৎসাহিত হওয়ার কারণ কী?
ঢাকার এলিফ্যান্ট রোডে 'রূপসী কার্পেট হাউজ' তাদের নিজস্ব কারখানায় উৎপাদিত ১০, ১৫ ও ২০ বর্গফুট আয়তনের কার্পেট বিক্রয় করে। মিসেস সুরভী তার ড্রয়িং রুমের কার্পেট কেনার জন্য সেখানে যান এবং সেখানে তিনি ১২ বর্গফুট আয়তনের একটি কার্পেটের অর্ডার দেন। প্রতিষ্ঠানটি ১৫ দিন পরে তার অর্ডার অনুসারে কার্পেট সরবরাহ করে। এতে তিনি খুবই সন্তুষ্ট। উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন বিষয়ের প্রতি গুরুত্বারোপ করেছে?
বিজ্ঞাপনের অন্যতম বৈশিষ্ট্য হলো-
i. এটি নৈর্ব্যক্তিক উপস্থাপনা
ii. এটি অর্থ প্রদত্ত মাধ্যম
iii. এতে নির্দিষ্ট উদ্যোক্তা রয়েছ
নিচের কোনটি সঠিক?