সামগ্রিক উৎপাদন ব্যবস্থাকে কোন পর্যায়ে উৎপাদন বোঝায়?
ভোগ্যপণ্য ক্রয় করা হয়-
i. ব্যক্তিগত ভোগের উদ্দেশ্যে
ii. পারিবারিক ভোগের উদ্দেশ্যে
iii. প্রাতিষ্ঠানিক ব্যবহারের উদ্দেশ্যে
নিচের কোনটি সঠিক?
প্রতিযোগিতায় টিকে থাকার অন্যতম শর্ত হলো-
i. তুলনামূলক কম মূল্য নির্ধারণ
ii. কম ব্যয়ে উন্নতমানের পণ্য প্রদান
iii. বেশি ব্যয়ে বেশি উন্নত পণ্য প্রদান
পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্য এমনভাবে বিন্যাস করা উচিত যাতে কর্মরত প্রতিটি ব্যক্তি বা বিভাগের মধ্যে-
i. আনুষ্ঠানিক সম্পর্ক বজায় থাকে
ii. স্থিতিশীলতা সম্পর্কের বজায় থাকে
iii. অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় থাকে
কোম্পানির সামষ্টিক পরিবেশ-
i. বিপণন কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাবিত করে
ii. পূর্বানুমান করা যায়
iii. তুলনামূলকভাবে বেশি পরিবর্তনশীল
বস্তুগত বণ্টনের মাধ্যমে বণ্টনপ্রণালি সৃষ্টি করে-
i. স্থানগত উপযোগ
ii. সময়গত উপযোগ
iii. স্বত্বগত উপযোগ