উৎপাদন মাত্রার মুখ্য উদ্দেশ্য-
অনেক ক্ষেত্রে ক্রেতা পণ্যের মূল্যের ওপর কোনটিকে বিবেচনা করে?
প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা কোনটি?
'অরিন কেমিক্যাল ওয়ার্কস' তাদের উৎপাদিত সাবান তৈরি করে BSTI এর অনুমোদনের জন্য প্রেরণ করে। কিন্তু অনুমোদন পেতে ব্যর্থ হয়। এ প্রেক্ষিতে কোম্পানির বিশেষজ্ঞদের মাধ্যমে সাবানটির ত্রুটি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে BSTI এর অনুমোদন লাভে সক্ষম হয়।
উদ্দীপকের 'অরিন কেমিক্যাল ওয়ার্কস' এর প্রিভেনশন কস্টের প্রকৃতি- হলো-
i. প্রশিক্ষণ
ii. প্রক্রিয়া পুনঃডিজাইন
iii. পণ্য পুনঃডিজাইন
নিচের কোনটি সঠিক?
যে ব্যক্তি পাইকার বা বিভিন্ন উৎস থেকে পণ্য সংগ্রহ করে চূড়ান্ত ভোক্তার নিকট বিক্রয় করে তাকে কী বলে?
NDP নির্ণয়ের সূত্র কোনটি?