বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠানের মূলধন সংগ্রহ করা হয়-
i. ঋণ
ii. ইক্যুইটি
iii. লিজিং
নিচের কোনটি সঠিক?
ভারসাম্য বিন্দু কী?
জনসংখ্যাভিত্তিক বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে বিবেচনা করা হয়-
i. বিশ্ব অঞ্চল বা দেশ
ii. পারিবারিক জীবনচক্র
iii. ধর্ম ও বর্ণ
কুড়িগ্রামের শাওন শুধু তার শহরে নিজস্ব কারখানায় উৎপাদিত ব্যাগের বিজ্ঞাপনের কথা ভাবছে। এজন্য উপযুক্ত মাধ্যম হলো-
i. জাতীয় সংবাদপত্র
ii. স্থানীয় সংবাদপত্র
iii. সাইনবোর্ড
বণ্টনপ্রণালির সদস্যরা উৎপাদক এবং ভোক্তাদেরকে যে সকল সেবা প্রদান করে তা হলো-
i. অর্থসংস্থান
ii. তথ্য সরবরাহ
iii. কাঁচামাল সরবরাহ
জনাব সৌমিত্র 'অনিন্দ সুপার শপ' এ বিক্রয়কর্মী হিসেবে চাকরি করছেন। তিনি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, আত্মবিশ্বাসী, উদ্যমী ও আশাবাদী একজন মানুষ। তাছাড়া মার্জিত আদব-কায়দা ও মিশুক স্বভাবের কারণে তার সুনাম রয়েছে। ফলে বছর না ঘুরতেই তিনি এখন ফ্লোর ইন চার্জের দায়িত্ব পেয়েছেন।
বিক্রয়কর্মী হিসেবে জনাব সৌমিত্রের কোন ধরনের গুণাবলির কথা উল্লেখ করা হয়েছে?
i. পেশাগত
ii. মনস্তাত্ত্বিক
iii. সামাজিক