উৎপাদনের কাম্যমাত্রা কী?
উদ্দীপকে যে গুণাবলির উপস্থিতি নেই তা হলো-
i. নৈতিক গুণাবলি
ii. শারীরিক গুণাবলি
iii. সামাজিক গুণাবলি
নিচের কোনটি সঠিক?
জনাব ইমন ২০ লক্ষ টাকা দিয়ে একটি পোল্ট্রি ফার্ম গড়ে তোলেন। তার ফার্মে উৎপাদিত মুরগি তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করেন। এতে তার প্রচুর মুনাফা অর্জিত হয় যা দিয়ে তিনি পরবর্তীতে নতুন আরেকটি পোল্ট্রি ফার্ম প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। জনাব ইমন কর্তৃক গঠিত পোল্ট্রি ফার্মটি কোন ধরনের সংগঠন?
যে ডিজাইনে রূপান্তরকরণ প্রক্রিয়ায় কলাকৌশল পরিবর্তন করা হয় তাকে কোন ডিজাইন, বলে?
বিক্রয়কর্মীর মুদ্রাদোষ হলো-
i. সবসময় হাসি
ii. মাথা চুলকানো
iii. বারবার নাকে হাত দেওয়া
বিক্রয়কর্মীর মানসিক গুণাবলির অন্তর্ভুক্ত হলো-
i. উদ্যমী
ii. সংকল্প
iii. আন্তরিকতা