মিতব্যয়ী উৎপাদন মাত্রার সাথে সম্পর্কিত বিষয়টি হলো-
i. উৎপাদন বৃদ্ধি করলে একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়
ii. এ উৎপাদন মাত্রায় সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত হয়
iii. এ মাত্রায় উৎপাদনে মোট স্থির ব্যয় হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বলতে বোঝায়-
i. মান পরিবর্তনের আধুনিক রূপ
ii. মান নিয়ন্ত্রণের আধুনিক রূপ
iii. মান নিশ্চিতকরণের আধুনিক রূপ
সীমিত সম্পদ নিয়ে প্রতিযোগিতায় টিকে থাকার উপায় কী?
ফ্যাক্টরি লে-আউট কত প্রকার?
বিপণনের যে কোন কাজের মাধ্যমে বিক্রয় বৃদ্ধি পায় তা হচ্ছে-
i. প্রসার
ii. পরিবহন
iii. মোড়কীকরণ
একটি উৎপাদনকারী যন্ত্রের উৎপাদন ক্ষমতা ৫,০০০ কেজি, যেটি দৈনিক ৪,৯০০ কেজি উৎপাদনে সক্ষম। ২য় বছরে সেটি দৈনিক ৪,০০০ কেজি উৎপাদন করতে সক্ষম হয়। এক্ষেত্রে-'
i. যন্ত্রটির প্রকৃত উৎপাদন ক্ষমতা ৪,০০০ কেজি
ii. প্রথম বছরে প্রকৃত উৎপাদন ক্ষমতা ৪,৯০০ কেজি
iii. দ্বিতীয় বছরে প্রকৃত উৎপাদন ক্ষমতা ৪,০০০ কেজি