মুক্তিযোদ্ধা ইলিয়াছ আলীর দেওয়া তথ্যে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের কোন ধরনের বৈষম্য চিত্রায়িত হয়েছে?
আগরতলা মামলার মোট আসামি কতজন?
বার বছর বয়সে বালক মুহাম্মদ (স.) আবু তালিবের সাথে সিরিয়া গমন করেন। যাত্রাপথে বুহায়রা মুহাম্মদ (স.) কে নিয়ে দেশে ফিরে যাওয়ার জন্য আবু তালিবকে পরামর্শ দেন। এর কারণ কী ছিল বলে মনে কর?
বায়িদা জাতির বংশধর ছিল-
i. আদ
ii. আবিরা
iii. সামুদ
নিচের কোনটি সঠিক?
সেলজুকগণ তুর্কি গোত্রের কোন বংশোদ্ভূত ছিল?
তোমার এলাকায় প্রতিনিয়ত চুরি, ডাকাতি ও রাহাজানি হচ্ছে। কিন্তু তোমার কতিপয় সৎ সাহসী ও ঘনিষ্ঠ বন্ধু আছে। এমতাবস্থায় তোমার করণীয় কী?