'গুড ফুড লিমিটেড' ভোক্তাদের কীভাবে অধিকতর সন্তুষ্টি প্রদান করা যায় এ বিষয়ে চিন্তাভাবনা শুরু করল। এ লক্ষ্য বাস্তবায়নে এক পর্যায়ে প্রতিষ্ঠানটি 'Tasty & Spicy' ব্র্যান্ডের ন্যুডলসটি বড়দের ও ছোটদের জন্য পৃথক স্বাদে তৈরি করে বিপণন করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি ভোক্তাবাজার বিভক্তিকরণের কোন ধরনের ভিত্তি ব্যবহার করেছে?