নিচের কোনটি শিল্প বাজারের বৈশিষ্ট্য?
এলিট সোপ লিমিটেড 'চয়েস-১০' ব্র্যান্ডের সাবান উৎপাদন ও বিপণন করে। উক্ত কোম্পানি সারাদেশে পত্রপত্রিকা ও টেলিভিশনে ব্যাপকভাবে বিজ্ঞাপন প্রচার করে। এক্ষেত্রে কোম্পানিটি প্রতিযোগীদের পণ্যের মূল্যের সাথে সঙ্গতি রেখে 'চয়েস-১০' ব্র্যান্ডের সাবানের মূল্য নির্ধারণ করে থাকে। সাবানের মূল্য তুলনামূলক কম হওয়ায় কোম্পানিটি বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে। এলিট সোপ লিমিটেড কোন পদ্ধতিতে সাবানের মূল্য নির্ধারণ করে থাকে?
বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনের বিবেচ্য বিষয় হলো-
i. শিক্ষাস্তর
ii. বাজেট
iii. সরকারি নীতিমালা
নিচের কোনটি সঠিক?
মোট জাতীয় উৎপাদন থেকে অবচয় বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে কী বলে?
নিম্নের কোন সংগঠনটির উদ্দেশ্য মুনাফা অর্জন নয়?
'ডিজাইন' বিপণন মিশ্রণের কোন উপাদানের অন্তর্গত?