নিচের কোন উপাদানটি বিপণন মিশ্রণের উপাদানবহির্ভূত?
গ্যাস সুবিধা না থাকায় বাংলাদেশের কোন অঞ্চল শিল্প কারখানার দিক থেকে পিছিয়ে রয়েছে?
ফ্রেশ আপ টুথপেস্ট পণ্যটিতে জানুয়ারি মাসে ২ টাকা ছাড়ের কথা টুথপেস্টের গায়ে লিখে দিল। একে কী বলা যায়?
গ্রীষ্মকালে যে ফ্যানের মূল্য ছিল ২,৫০০ টাকা, সে ফ্যানাটি জনাব অনিক শীতকালে ২,০০০ টাকা দিয়ে ক্রয় করেন। এত কম মূল্যে ফ্যান ক্রয় করতে পেরে জনাব অনিক ও পরিবারের সবাই খুশি। এ ধরনের বাট্টাকে কী বলে?
i. নগদ বাট্টা
ii. মৌসুমি বাট্টা
iii. পরিমাণ বাট্টা
নিচের কোনটি সঠিক?
কোন ধরনের মধ্যস্থব্যবসায়ীদের পণ্য সংরক্ষণের জন্য বৃহদায়তনের গুদামঘর ও কোল্ড স্টোরেজ প্রয়োজন হয়?
ভোক্তাদের প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়াকে কী বলে?