কলেজের বনভোজনের কাজ সুসম্পন্ন করতে চারটি সাবকমিটি করা হয়েছে। এক্ষেত্রে উদ্দেশ্যার্জনে কোনটি অধিক গুরুত্বপূর্ণ?
জনাব রহিম সাহেবের সংগঠন কাঠামো কীরূপ?
গ্রামীণ ব্যাংকের গ্রাহক কারা?
কোন অ্যাসিডের পরিমাণ খাদ্যে বেশি থাকলে কালছে রং সৃষ্টি হয়?
মিসেস চৌধুরী স্বামীর রেখে যাওয়া গার্মেন্টস দু'বছর ধরে ভালোই চালাচ্ছিলেন। কিন্তু দীর্ঘদিনের বিশ্বস্ত ও দক্ষ ম্যানেজারটা চলে যাওয়ায় এখন নেতৃত্বদানে তার সমস্যা হচ্ছে। এর কারণ-
i. তার শিক্ষা ও বুদ্ধির অভাব রয়েছে
ii. অন্যদের আস্থায় নিতে সময় লাগছে
iii. তার অভিজ্ঞতার অভাব রয়েছে
নিচের কোনটি সঠিক?
ব্যবসায় কর্তৃক পালিত উল্লেখযোগ্য নৈতিকতা হলো-
i. ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ
ii. অধিক মুনাফার্জন
iii. পণ্য গুণাগুণ বজায় রাখা