টেলিকনফারেন্সের সুবিধা হলো-
i. উভয়পক্ষ একজন আরেকজনকে দেখতে পারে
ii. এটি হলো এক ধরনের অডিও ভিজুয়াল যোগাযোগ ব্যবস্থা
iii. উভয়পক্ষ একজন আরেকজনের কথা শুনতে পারে
নিচের কোনটি সঠিক?
গৌতম চক্রবর্তীর কাজটির সাথে ব্যবস্থাপনার কোন কাজের মিল রয়েছে?
কোন দলিলকে কোম্পানির জন্মের ছাড়পত্র বলা হয়?
বিমা করার প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?
মি. মিলটন একটি মধ্যাকর্ষণ কোম্পানিতে ভালো বেতনে চুক্তিভিত্তিতে চাকরিতে নিয়োজিত। চাকরির স্থায়িত্ব নিশ্চয়তা নেই বলে তিনি চিন্তিত। মি. মিলটন চাহিদা প্রেষণাদানের কোন স্তরের অভাববোধ করছেন?
একজন অংশীদার ব্যবসায়ের মূলধন বিনিয়োগ করে না কিন্তু তার মেধা দিয়ে ব্যবসায় সংক্রান্ত কাজে সক্রিয় অংশগ্রহণ করে তাকে কোন ধরনের অংশীদার বলে?