যে সমস্ত যোগাযোগ অফিসিয়ালি অনুমোদিত নয় সেগুলোকে কী ধরনের যোগাযোগ বলে?
কোন সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা উপর হতে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে কিন্তু কোনো উপযোগ থাকে না?
SME ফাউন্ডেশন যেভাবে আর্থ-সামাজিক ক্ষেত্রে অবদান রাখে তা হলো-
i. বেকার সমস্যর সমাধান
ii. উন্নত প্রযুক্তি ব্যবহারের সহায়তা
iii. প্রতিনিধিত্বমূলক কাজ
নিচের কোনটি সঠিক?
আদর্শ নীতিমালার অন্তর্ভুক্ত হলো-
i. আদেশের ঐক্য
ii. নির্দেশনার ঐক্য
iii. পরিকল্পনা
একই পদে কর্মরত ব্যক্তিদের মধ্য থেকে পরীক্ষা এবং অভিজ্ঞতা বিবেচনা করে উপরের পদের জন্য বাছাই করলে কী ধরনের সুবিধা পাওয়া যায় -
i. অধস্তনদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পায়
ii. নতুন পদোন্নতি প্রাপ্ত ব্যক্তি সহজেই কাজের ধরন বুঝতে পারে
iii. পদোন্নতি প্রাপ্ত ব্যক্তিকে আগের বেতনেই কাজ করানো যায়
'মনোভাব' কোন পরিবেশের অন্তর্ভুক্ত?