বটমলাইন প্রতিষ্ঠানে কর্মী অসন্তোষ দেখা দিল। প্রতিষ্ঠানটিতে' যে উপাদানের অনুপস্থিতি থাকতে পারে তা হলো-
i. সুষ্ঠু নীতি
ii. ন্যায্য বেতন
iii. উত্তম কার্যপরিবেশ
নিচের কোনটি সঠিক?
সমবায় সমিতির বিলোপসাধন কীভাবে হয়?
অনুচ্ছেদে বর্ণিত সমিতি করার পেছনে সদস্যদের প্রত্যাশা হলো-
i. ঐক্য ও সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠা করা
ii. সদস্যদের আর্থসামাজিক কল্যাণসাধন করা
iii. চাঁদাবাজদের সাথে মারামারি করা
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
আসাদ তার প্রতিষ্ঠানের প্রয়োজন মতো মাসিক ব্যয় সাধারণত মাসের শুরুতে নির্ধারণ করেন। তবে প্রয়োজনে সেটি হ্রাস-বৃদ্ধি ও করেন। এতে বিভিন্ন কাজগুলো করা এবং ভোক্তার চাহিদা মেটানো সহজ হয়।
আসাদ নিয়ন্ত্রণের কোন নীতি অনুসরণ করেন?
রাষ্ট্রীয় ব্যবসায় গঠনের উদ্দেশ্য হচ্ছে—
i. জনকল্যাণ সাধন করা
ii. বেকার সমস্যা সাধন
iii. একচেটিয়া ব্যবসায় রোধ করা
মি. সালামের জন্য কোন ধরনের প্রেষণা প্রযোজ্য?