নিচের কোন বৈশিষ্ট্যটি 'নিয়তি' গল্পের বেঙ্গল টাইগারের নয়?
“তাই তারা সাহিত্যের বই ক্রয় করতে মোটেই আগ্রহী নয়। কিন্তু কারিগরি বিদ্যার বই তাদের চাই-ই চাই।” উদ্দীপকের এ উক্তিটিতে আলোচ্য প্রবন্ধের যে প্রসঙ্গগুলো অভিব্যক্ত হয়েছে
i. সাহিত্যের বইয়ে ব্যবসায়ের কোনো সুসার নেইii. কারিগরি বিদ্যার বই তাদের চাকরি পেতে সাহায্য করেiii. বই পড়ার প্রতি অতি আগ্রহবোধ
নিচের কোনটি সঠিক?
'বহিপীর' নাটক কত সালে প্রথম প্রকাশিত হয়?
উদ্দীপকটি পড়ে ২১ নং প্রশ্নের উত্তর দাও : প্রদীপ রায়ের অবস্থা এতই শোচনীয় যে, ঘরের ভাঙা বেড়াটিও মেরামত করতে পারছে না। দুই সন্তান উদয় ও ঊষা স্কুলে যায়। দুপুরে স্কুল থেকে ফিরেই খেয়ে না- খেয়ে মাঠের দিকে দেয় ফুট। গাভী ও ছাগলটি চরানো আর বিরামহীন খেলাধুলা বিকালটা বড় আনন্দের মনে হয় তাদের।
প্রদীপ রায় ও "আম-আঁটি ভেঁপু" গল্পের হরিহরের মধ্যে সাদৃশ্যপূর্ণ দিক কোনটি?
'জীব করো না ক্রন্দন।' এখানে 'জীব' হলো—
মমতাদির ঘর বিশৃঙ্খল মনে হওয়ার কারণ কী?