সাবেরা সুলতানা একটি ৫,০০,০০০ টাকার জীবন বিমাপত্র গ্রহণ করেন। ৩ বছর পর আর্থিক সমস্যার কারণে আর বিমাপত্রটি চালিয়ে যেতে পারবেন না বলে বিমাগ্রহীতা কোম্পানিকে জানিয়ে দেন এবং আর্থিক সহায়তার আবেদন করেন। সাবেরা সুলতানা বিমা কোম্পানি হতে যে দাবি আদায় করবেন সেটি নিম্নোক্ত কী নামে পরিচিত?