কোন গুণটি একজন আদর্শ নেতার মধ্যে থাকা উচিত?
স্থায়ী পরিকল্পনার অন্তর্গত-
i. কৌশল
ii. প্রক্রিয়া
iii. নীতি বা পলিসি
নিচের কোনটি সঠিক?
জনাব মিজান ন্যায্য মুনাফা অর্জনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের বাগান থেকে সরাসরি রাসায়নিকমুক্ত আম সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। এতে তার প্রচুর মুনাফা অর্জিত হয়। উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ে জনাব মিজানের সফলতার কারণ -
i. নৈতিকতা
ii. পরিবেশ সংরক্ষণ
iii. সামাজিক দায়বদ্ধতা
ইতিবাচক নেতৃত্ব কোন নেতৃত্বের অন্তর্গত?
মি. রহমান বিদেশ হতে সুতা এনে পোশাক তৈরি করে বিক্রি করেন। মি. রহমান কোন ধরনের উপযোগ সৃষ্টি করছেন?
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
আসাদ তার প্রতিষ্ঠানের প্রয়োজন মতো মাসিক ব্যয় সাধারণত মাসের শুরুতে নির্ধারণ করেন। তবে প্রয়োজনে সেটি হ্রাস-বৃদ্ধি ও করেন। এতে বিভিন্ন কাজগুলো করা এবং ভোক্তার চাহিদা মেটানো সহজ হয়।
আসাদ নিয়ন্ত্রণের কোন নীতি অনুসরণ করেন?