একচেটিয়া প্রভাব সৃষ্টির পেছনে কাদের ভূমিকা অধিক?
XYZ পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে XYZ ট্রেডার্স নামে একটি অংশীদারি ব্যবসায় চালু করে। হিসাবে ভুল করায় কারবারের ৫০,০০০ টাকা ক্ষতি হয়। এ ক্ষতির জন্য দায়ী-
i. X
ii. Y
iii. Z
নিচের কোনটি সঠিক?
E-commerce এর পূর্ণরূপ কী?
একজন আদর্শ ব্যবস্থাপকের ভূমিকার মধ্যে পড়ে -
i. আন্তঃব্যক্তিক ভূমিকা
ii. তথ্য সংশ্লিষ্ট ভূমিকা
iii. সিদ্ধান্ত গ্রহণমূলক ভূমিকা
দায়িত্ব অর্পণ করার পর কর্মীকে তা সম্পাদনের ক্ষমতা প্রদান করা হলে তাকে কী বলে?
বাংলাদেশে অর্থনৈতিক পরিবেশ উন্নয়নে পদক্ষেপ হতে পারে-
i. শেয়ার বাজারকে গতিশীল করা
ii. জনগণকে সঞ্চয়ে আগ্রহী করা
iii. বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান স্থাপন