কেন্দ্রমুখী অংককে কয়ভাগে ভাগ করা যায়?
কাহিনি সংপ্রত্যক্ষণ অভীক্ষার বৈশিষ্ট্য হচ্ছে-
i. এ অভীক্ষায় ২০টি কার্ড ব্যবহার করা হয়
ii. একটি কার্ড ফাঁকা বা সাদা
iii. কার্ডগুলোতে কালির ছাপ থাকে
নিচের কোনটি সঠিক?
উক্ত বয়সে তার মধ্যে যে পরিবর্তন আসতে পারে-
i. যৌন পরিপক্বতা অর্জন
ii. অঙ্গসমূহের বৃদ্ধি
iii. মেধা বৃদ্ধি
লাল্টু কিছু উপ-অভীক্ষা প্রয়োগ করেছিল যা সে হাত পা নেড়ে, ব্ল্যাকবোর্ডে উদাহরণ দিয়ে, অঙ্গভঙ্গি করে অভীক্ষার্থীদের বুঝিয়ে দেন। লাল্টু কোন অভীক্ষা প্রয়োগ করেছিল?
ব্যক্তিত্বের সামগ্রিক দিক পরিমাপ করা হয় কোন অভীক্ষা দ্বারা?
ক্লাসে কোনো শিক্ষকের প্রতি ছাত্রের ইতিবাচক মনোভাব রয়েছে। কারণ উক্ত শিক্ষকের জ্ঞান, তার বোঝানোর ক্ষমতার প্রতি ঐ ছাত্রের ইতিবাচক ধারণা রয়েছে। এটি মনোভাবের কোন উপাদান?