১টি গরু, ২টি গরু, ৩টি গরু- এটি কোন সারির উদাহরণ?
স্কুলের প্রধানশিক্ষক অকারণে তার সহকর্মী স্বপন বাবুকে ধমক দেয়, তখন সে কিছু না বলে পরক্ষণে ক্লাসে এসে ছাত্রদের ধমক দিতে থাকে- এটা আগ্রাসনের কোন উৎস?
কোন ধরনের পদ্ধতিতে আগে থেকে প্রশ্ন নির্ধারণ করা হয় না?
কোন শিশুর প্রথম সামাজিক অভিজ্ঞতার ওপরই নির্ভর করছে যে সে-
i. বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী হবে
ii. অন্তর্মুখী ব্যক্তিত্বের অধিকারী হবে
iii. শিক্ষা ও মেধার অধিকারী হবে
নিচের কোনটি সঠিক?
এরিক বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে নতুন শব্দ জানতে পারে এবং প্রায়ই সে আড্ডায় এই শব্দটি ব্যবহার করতেন- এটি কোন শিক্ষণের উদাহরণ?
কাছে দৃষ্ট হয় কোনটি?