গাণিতিক পূর্বাভাস প্রদানে সাহায্য করে কোনটি?
শান্তার বয়স চার। তাকে প্রশ্ন করা হয়েছিল সে ছেলে না মেয়ে। চাবি, ছুরি দেখে সেগুলোর নাম বলতে পারে কিনা এবং তাকে দুটি সরল রেখার দৈর্ঘ্য তুলনা করতে বলা হয়েছিল। শান্তার ক্ষেত্রে কোন বুদ্ধি অভীক্ষা প্রয়োগ করা হয়েছিল?
আন্তঃব্যক্তিক আকর্ষণ নিরূপণকারী উপাদান হলো-
i. নৈকট্য
ii. পরিচিতি
iii. উসকানি
নিচের কোনটি সঠিক?
আফজাল মিশুক, আরামপ্রিয়, বন্ধুভাবাপন্ন এবং ভোজনপ্রিয়। সে সব সময় আদর ও ভালোবাসা পেতে চায়। আফজাল কোন ব্যক্তিত্বের মানুষ?
লিকার্ট প্রণীত মানকটি কী নামে অধিক পরিচিত?
স্নায়ুকোষের প্রধান ৩টি অংশের মধ্যে আবরণী বিশিষ্ট অংশগুলো হলো-
i. কোষদেহ
ii. স্নায়ুকেশ
iii. স্নায়ুশাখা