প্রচন্ড হট্টগোলপূর্ণ কক্ষে প্রবেশ করলে কোন অভিযোজন ঘটে?
সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে ব্যক্তি গ্রহণ করে-
i. আচরণের ধারা
ii. বিশ্বাস
iii. আদর্শমান
নিচের কোনটি সঠিক?
ফুলের বাগানে ছবি তোলা- এখানে ফুলের বাগান কী হিসেবে ব্যবহৃত হয়?
জীবকে জরুরি অবস্থা মোকাবিলার জন্য প্রস্তুত করা কোন স্নায়ুতন্ত্রের কাজ?
কোন অঞ্চলের লোকেরা বেশি আগ্রাসী আচরণ প্রকাশ করে?
রহিম নামের একজন ব্যক্তি, একটি সরকারি অফিসে চাকরি করেন। তিনি সেখানে স্বতঃস্ফূর্তভাবে খুশিমনে কাজ করেন এবং অন্যদের ও সৃজনী প্রতিভা বিকাশের উপযোগী সুযোগ করে দেন। এটি তার কোন সুস্থতাকে নির্দেশ করে?