Survey শব্দের অর্থ কী?
রানির মধ্যে কখন প্রফুল্লতা, কখন অন্তর্মুখিতা, কখন লাজুকতা লক্ষ করা যায়। আলপোর্ট এ ধরনের বৈশিষ্ট্যর মানুষকে কোন সংলক্ষণের মধ্যে ফেলেছেন?
শান্তার বয়স চার। তাকে প্রশ্ন করা হয়েছিল সে ছেলে না মেয়ে। চাবি, ছুরি দেখে সেগুলোর নাম বলতে পারে কিনা এবং তাকে দুটি সরল রেখার দৈর্ঘ্য তুলনা করতে বলা হয়েছিল। শান্তার ক্ষেত্রে কোন বুদ্ধি অভীক্ষা প্রয়োগ করা হয়েছিল?
ডান গোলার্ধ ও বাম গোলার্ধ দুটি কোন ধরনের তন্তুর ঘন ব্যান্ড দ্বারা সংযুক্ত?
আন্তঃব্যক্তিক আকর্ষণ নিরূপণকারী উপাদান হলো-
i. নৈকট্য
ii. পরিচিতি
iii. উসকানি
নিচের কোনটি সঠিক?
আফজাল মিশুক, আরামপ্রিয়, বন্ধুভাবাপন্ন এবং ভোজনপ্রিয়। সে সব সময় আদর ও ভালোবাসা পেতে চায়। আফজাল কোন ব্যক্তিত্বের মানুষ?