'Chain of Command' ব্যবস্থাপনার কোন নীতির মর্মকথা?
সমাজের রীতিনীতি, আচার আচরণ, সংস্কৃতি ও অনুমোদিত ক্রিয়াকলাপই কী ধরনের মূল্যবোধ?
মিস মাহমুদা মেসার্স শরিফ ট্রেডার্সের একজন সক্রিয় অংশীদার। তিনি ২০১০ সালে তার মূলধন উত্তোলন না করে তা ব্যবসায়ে জমা রাখেন। এ অবস্থায় মিস মাহমুদাকে কীরূপ অংশীদার হিসেবে চিহ্নিত করা যেতে পারে?
কার্যসম্পাদনের কতিপয় ধারাবাহিক পদক্ষেপকে কী বলে?
বাংলাদেশ কৃষিনির্ভর দেশ হওয়া সত্ত্বেও শিল্প ও ব্যবসা-বাণিজ্যে অনুন্নত। কারণ এদেশে-
i. মাত্রাতিরিক্ত জনসংখ্যা বিদ্যমান
ii. দুর্বল অর্থ ও ঋণ ব্যবস্থা বিদ্যমান
iii. জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষা দীক্ষায় অনগ্রসর
নিচের কোনটি সঠিক?
কোন যন্ত্রের সাহায্যে দলিল, চিঠিপত্র অবিকল অন্যত্র প্রেরণ করা হয়?