দায়িত্ব অর্পণ করার পর কর্মীকে তা সম্পাদনের ক্ষমতা প্রদান করা হলে তাকে কী বলে?
মুনির ফুড প্রোডাক্টস লি. এক মাসে ৩০,০০০ বোতল টমেটো সস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। মাস শেষে দেখা গেল প্রতিষ্ঠানের ২৯,০০০ বোতল টমেটো সস উৎপন্ন হয়। উৎপাদন করতে সক্ষম টমেটো সস কোন পদক্ষেপটির মাধ্যমে নির্ধারণ করা যায়?
ব্যবসায়ের মূল উদ্দেশ্য কোনটি?
মি. মল্লিকের এ ধরনের যন্ত্রপাতি বসানোর ফলে-
i. পানি দূষণ কমবে
ii. অন্যরাও এ কাজে উৎসাহিত হবে
iii. তার মুনাফা আরও বাড়বে
নিচের কোনটি সঠিক?
শিক্ষাগত যোগ্যতা, জ্ঞানের গভীরতা মনোবৃত্তি, কর্মঅভিজ্ঞতা ইত্যাদি যাচাই করা হয় কোন পরীক্ষা পদ্ধতিতে?
যে জ্ঞানবোধ ও আচরণকে সমাজ অনুকরণীয় মনে করে তাকে কী বলে?