সহায়ক শিক্ষণ ও চিরায়ত সাপেক্ষীকরণের সাদৃশ্য-
i. উভয় শিক্ষণে ক্ষুধার্ত প্রাণী ব্যবহার করা হয়
ii. উভয় শিক্ষণে প্রাণীকে যান্ত্রিক পরিবেশে রাখা হয়
iii. উভয় শিক্ষণে প্রাণীকে প্রাকৃতিক পরিবেশে রাখা হয়
নিচের কোনটি সঠিক?
হ্যানয় ও বৃষ্টি দুজন দুটি অভীক্ষা পরিচালনা করে। হ্যানয় পরিচালিত অভীক্ষাটির সাফল্যাঙ্ক বুদ্ধ্যঙ্কের এবং বৃষ্টির অভীক্ষাটি আদর্শ মান ব্যবহার করে বুদ্ধি পরিমাপ করা হয়। হ্যানয় কোন অভীক্ষাটি পরিচালনা করে?
বয়ঃসন্ধিকালে ছেলেদের ক্ষেত্রে কোন হরমোন ক্ষরিত হয়?
তাত্ত্বিক মূল্যবোধের কারণ কেউ-
i. জ্ঞানমূলক মনোভাব গ্রহণ করে
ii. ভালো-মন্দ অন্বেষণ করে
iii. বৈচিত্র্যময় ধ্যান-ধারণার অন্বেষণ করে
অগ্ন্যাশয় থেকে ক্ষরিত হরমোন হচ্ছে-
i. প্যারাহরমোন
ii. ইনসুলিন
iii. গ্লুকোজেন
মানসিক ক্রিয়াকলাপের উদ্ভব হতে পারে কোন কারণে?