কোন ব্যক্তি একটি বিশেষ মুহূর্তে যা করে, তাকে কী বলে?
আমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে কয়টি পর্যায়ে?
সুমা গত বৈশাখি মেলাতে এক জাদুকরের জাদু দেখেছিল। এবার সে জাদু দেখতে গিয়ে চিনতে পারল এই জাদুকরই গত বছর জাদু দেখিয়েছিল। সুমার এই ক্ষমতা স্মৃতির কোন উপাদানকে নির্দেশ করে?
কোনটির মাধ্যমে শিশুর সামাজিক শিক্ষণ প্রক্রিয়া ঘটে থাকে?
জাতিকেন্দ্রিক মনোভাবের জন্য আমরা মনে করি-
i. অন্যান্য গোষ্ঠী-নিকৃষ্ট
ii. আমাদের গোষ্ঠী শ্রেষ্ঠ
iii. নিজেদের শ্রেষ্ঠত্বে সন্দেহ পোষণ করি
নিচের কোনটি সঠিক?
কাদের জীবন কঠিন প্রতিযোগিতামূলক এবং একে অপরের প্রতি আগ্রাসী?