আবেগের মূল বৈশিষ্ট্য হলো-
i. আবেগ প্রাণীর মধ্যে আলোড়ন সৃষ্টি করে
ii. আচরণের ভিতর দিয়ে আবেগের বহিঃপ্রকাশ ঘটে
iii. আবেগে দেহের অভ্যন্তরীণ পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
কামাল সাহেব কিছু হারিয়ে ফেললে রেগে যান, অন্ধকারে পথ চলতে ভয় পান। এখানে কামাল সাহেবের আচরণ কী নির্দেশ করে?
অবদমন চাপ সামলানোর কোন ধরনের কৌশল?
'নাটক মঞ্চায়নের সময় হলো ঘরে আলো নিভিয়ে দেয়া হলো, কিন্তু অল্প সময় পরে সব কিছু আমাদের দৃষ্টিগোচর হলো'- এ কোন অভিযোজনকে নির্দেশ করে?
ব্যক্তিকে সামাজিক রীতিনীতি থেকে বিচ্যুত এবং বিপথগামী করে কোনটি?
লিকার্ট মানকে ইতিবাচক উক্তিতে 'একমত' হলে কত নম্বর দেওয়া হয়?