পিউপিলো মিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়?
উনবিংশ শতাব্দীর প্রথম দিকে কোন মনোবিজ্ঞানী প্রতিভাধরদের সম্বন্ধে সম্যক ধারণা সৃষ্টিতে অবদান রাখতে পেরেছেন?
বিনে-সিমোঁ অভীক্ষার পরিবর্তিত ও পরিবর্ধিত সংস্করণ কে প্রকাশ করেন?
প্রথাকে যে অর্থে ব্যবহার করা হয় তা হলো-
i. স্বাভাবিক কাজকর্ম
ii. দিনের কর্মপ্রণালি
iii. পারস্পরিক আচরণ রীতি
নিচের কোনটি সঠিক?
নিরাপত্তাবোধ যদি নিরাপত্তাহীন উৎস সংলক্ষণ হয়, তাহলে স্বাচ্ছন্দ্যবোধ কোন সংলক্ষণ হবে?
শিশুদের মাঝে কোন বয়সে কৌতূহল প্রবণতা খুব বেশি পরিলক্ষিত হয়?