শিল্পপণ্যের ক্ষেত্রে তিন স্তরবিশিষ্ট বণ্টনপ্রণালি হলো-
i. সরাসরি বিক্রয়
ii. পরিবেশকের মাধ্যমে বিক্রয়
iii. প্রতিনিধির মাধ্যমে বিক্রয়
নিচের কোনটি সঠিক?
'কোম্পানির এ ধরনের ছাR দেয়ার ইতিবাচক দিক হলো -
i. ক্রেতাদের মাঝে স্বল্পকালীন অনুপ্রেরণা সৃষ্টি।
ii. বিজ্ঞাপন কাজে নিজেদের সুম্পৃক্ত করা।
iii. বেশি বেশি মুনাফা অর্জন করা
পণ্যের জীবনচক্র নির্ধারণের মাধ্যমে মূল্যায়ন করা হয়-
i. পণ্যটি উৎপাদন কালে ক্ষতি করছে কিনা
ii. ব্যবহারকালে ক্ষতি করছে কিনা
iii. ব্যবহার শেষে ক্ষতি করছে কিনা