বণ্টনপ্রণালি-
i. চাহিদা ও যোগানের সমতা বিধান করে
ii. উৎপাদককে বাজার তথ্য সরবরাহ করে
iii. পণ্য উৎপাদন বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
জনাব ছাবের একটি প্রকাশনা প্রতিষ্ঠানের মালিক। বইয়ের উৎপাদন মাত্রা নির্ধারণের জন্য তাকে যেসব বিষয় বিবেচনা করতে হবে তা হলো-
i. বার্ষিক মোট বাজার
ii. প্রতিযোগীদের আর্থিক অবস্থা
iii. প্রতিযোগীদের কৌশল
কোন উৎপাদন ক্ষমতায় মিতব্যয়িতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়?
রূপশ্রী জুয়েলার্স' বর্তমানে বিভিন্ন ধরনের মুক্তার গহনা বিক্রয় করছে। আধুনিক ও মনোলোভা ডিজাইনের মুক্তার গহনা ক্রয় করলে বর্তমানে তারা গ্রাহকদের ২৫% বাটা প্রদান করছে। 'রূপশ্রী জুয়েলার্সের' এ ধরনের অফারের জন্য উপযুক্ত বিজ্ঞাপন মাধ্যম হলো—
i দৈনিক পত্রিকা
ii. ম্যাগাজিন
iii. টেলিভিশন
বিপণন যেকোনো স্থানে যেকোনো সময়ে কোনটি নিশ্চিত করে?
মি. নজরুল কর্তৃক নির্ধারিত এ মাত্রার ফলে কী অর্জিত হবে?