নৃপেন দেবনাথের কুড়িগ্রামে একটি ঘড়ি তৈরির কারখানা রয়েছে। তিনি এ কারখানার জন্য নতুন একটি প্রক্রিয়াকরণ মেশিন ক্রয় 'করেন। এক্ষেত্রে নৃপেন দেবনাথের ক্রয়কৃত মেশিনটি -
i. একটি শিল্পপণ্য
ii. মূলধন পণ্য
iii. একটি ভোগ্যপণ্য
নিচের কোনটি সঠিক?
ব্যবসায়ের অবস্থান নির্ধারণে প্রভাবিত করে –
i. রাজনৈতিক অবস্থা
ii. সাংস্কৃতিক অবস্থা
iii. সরবরাহকারী
কোন বিষয়টি একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতাকে প্রভাবিত করে?
কখন প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে পণ্যের ডিজাইন করা অত্যন্ত জরুরি?
পরিবেশের যে উপাদানগুলো ভোক্তার ক্রয়-ক্ষমতা ও ব্যয়ের ধরনকে। প্রভাবিত করে তাকে কী বলে?
মোড়কীকরণের ফলে পণ্যের কোন দিকটি বাজার ধরে রাখতে সহায়তা করে?