শ্রমের ধারণার সাথে জড়িত বিষয়টি হলো-
i. মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রমই হলো শ্রম
ii. শ্রমের উদ্দেশ্য অবশ্যই অর্থ উপার্জন হতে হবে
iii. শ্রম হলো উৎপাদনের আদি ও অপরিহার্য উপাদান
নিচের কোনটি সঠিক?
আউটপুট অর্থ কী?
পণ্যের কাঠামোগত বিষয় নির্ধারণ করাকে কী বলে?
জনি মেটাল লি.-এর বিক্রয়কর্মী মিজান। তিনি ক্রেতার সমস্যা জেনে তার প্রতিষ্ঠানের পণ্য বিক্রয়ের চেষ্টা করেন। মিজানের এ কৌশলকে কী বলে?
বিক্রয়িকতা কোন বিপণন প্রসারের অন্তর্ভুক্ত?
রফিক ও রাশেদের কারখানায় এক লক্ষ ইউনিট পণ্য উৎপাদন করাকে কী বলে?