কেন শিল্পপণ্যের তুলনায় ভোগ্যপণ্যের বণ্টনপ্রণালি দীর্ঘ হয়?
শিল্প বিপ্লবের পর উৎপাদন ব্যবস্থা পরিবার থেকে কোথায় স্থানান্তরিত হয়?
মি. রফিক প্রথম পর্যায়ে যে কাজটি করেন বিপণনের ভাষায় তাকে কী বলে?
ভ্রাম্যমাণ প্রতিনিধিরা অর্ডারের ওপর কী পেয়ে থাকেন?
একটি উৎপাদনকারী যন্ত্রের উৎপাদন ক্ষমতা ৫,০০০ কেজি যেটি দৈনিক ৪,৯০০ কেজি উৎপাদনে সক্ষম। ২য় বছরে সেটি দৈনিক ৪,০০০ কেজি উৎপাদন করতে সক্ষম হয়। এক্ষেত্রে-
i. যন্ত্রটির প্রকৃত উৎপাদন ক্ষমতা ৪,০০০ কেজি
ii. ১ম বছরে প্রকৃত উৎপাদন ক্ষমতা ৪,৯০০ কেজি
iii. ২য় বছরে প্রকৃত উৎপাদন ক্ষমতা ৪,০০০ কেজি
নিচের কোনটি সঠিক?
বিক্রয়কর্মীর মনস্তাত্ত্বিক গুণাবলি হলো-
i. অধ্যবসায়
ii. কল্পনাশক্তি
iii. সত্যবাদিতা