খুচরা ব্যবসায়ী কোন ধরনের মধ্যস্থকারবারি?
শিক্ষা খাত হচ্ছে একটি-
i. সেবা খাত
ii. স্বয়ংসম্পূর্ণ খাত
iii. অন্বয়ংসম্পূর্ণ খাত
নিচের কোনটি সঠিক?
প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কর্মকেন্দ্রসমূহকে সঠিক ও শৃঙ্খলভাবে সাজানোর প্রক্রিয়াকে কী বলে?
পণ্যের নিম্নমানের কারণ উদ্ভাবনে যে অর্থ ব্যয় হয় তাকে কী বলে?
বাকিতে বিক্রয়ের মাধ্যমে নিচের কোন কাজটি সম্পাদিত হয়?
মিসেস লাবনী সিনিয়র অফিসার হিসেবে একটি বেসরকারি ব্যাংকে চাকরি পেয়েছেন। প্রথম মাসের বেতন পেয়ে তিনি 'অন্তরা' নামে বিপণি থেকে নিজের জন্য একটি জামদানি শাড়ি, স্বামীর জন্য একটি শার্ট, উভয়ের বাবা-মায়ের জন্য সুন্দর পাঞ্জাবি ও শাড়ি ক্রয় করেন। 'অন্তরা' বিপণিটি ভোক্তাবাজার বিভক্তিকরণের যে চলকের ওপর গুরুত্ব দিয়েছে তা হলো-
i. জেন্ডার
ii. শিক্ষা
iii. পেশা