অফ সিজনে বিক্রয় বৃদ্ধি করে উৎপাদন অব্যাহত রাখার উদ্দেশ্যে কোন ধরনের বাট্টা প্রদান করা হয়?
ISO এর কোন দলিলটি ২০টি দিকের ওপর দৃষ্টিপাত করে?
মীনা বাজার কোন ধরনের বিপণিকেন্দ্র?
পণ্যের বৈশিষ্ট্য হলো-
i. দৃশ্যমান ও অদৃশ্যমান
ii. আর্থিক ও অনার্থিক মূল্য
iii. বস্তুগত ও অবস্তুগত
নিচের কোনটি সঠিক?
প্রসেস লে-আউট বেশি প্রয়োগ করা হয়-
i. বৃহৎ নির্মাণ প্রকল্প
ii. ফ্রন্ট অফিসে
iii. জব উৎপাদন
'শাপলা শিপইয়ার্ড কোম্পানি' জাহাজ নির্মাণ শিল্প পরিচালনা করে। বিভিন্ন স্থান থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ নিয়ে বিলাসবহুল জাহাজ তৈরি করে প্রতিষ্ঠানটি যথেষ্ট সুনাম অর্জন করেছে। 'শাপলা শিপইয়ার্ড কোম্পানি' কোন ধরনের লে-আউট অনুসরণ করেছে?