মূলধন গঠনের সর্বশেষ ধাপ কোনটি?
দিবস চন্দ্র একটি পাটকলের কর্মকর্তা। তিনি দেখলেন তার প্রতিষ্ঠানে দক্ষ ও পর্যাপ্ত কর্মী থাকা সত্ত্বেও কাজের গতিশীলতা কম। কীভাবে তিনি প্রতিষ্ঠানে গতিশীলতা আনতে পারেন?
পণ্য জীবনচক্রের যে স্তরে পণ্যের বিক্রয় এবং মুনাফা দ্রুতগতিতে বাড়ে ঐ স্তরকে কোন স্তর বলে?
বিপণন কার্যাবলির অন্তর্ভুক্ত হলো-
i. বাজার তথ্য সংগ্রহ
ii. ঐতিহ্য চিহ্নিতকরণ
iii. মান নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
জনাব বরুণ যে সিদ্ধান্ত নিয়েছেন এর ফলে যে সুবিধা পাওয়া যাবে তা হলো—
i সুনাম বৃদ্ধি
ii. ক্রেতা ধরে রাখা
iii. বিক্রয় বৃদ্ধি
উল্লিখিত বিজ্ঞাপনের মাধ্যমটির মেয়াদ কীরূপ হবে?