যে সকল পণ্য শিল্প ক্ষেত্রে একবার ক্রয় করা হলে বহু বছর ব্যবহার করা যায়, সেগুলোকে কোন ধরনের পণ্য বলে?
স্থানের অপব্যবহার হলে প্রতিষ্ঠানের কোন বিষয়টি মারাত্মকভাবে ব্যাহত হয়?
মিসেস মৃদুলা কয়েকদিন হলো বিউটি পার্লারে যাওয়ার প্রয়োজন মনে করছেন। কিন্তু সংসারের নানাবিধ ব্যস্ততার কারণে যাওয়া হয়ে উঠেনি। বিকেল ৫ টায় বিউটি পার্লারে অ্যাপয়েন্টমেন্ট নিলেও হঠাৎ করে একটি জরুরি কাজ পড়ে যাওয়ায় আজও তার পার্লারে যাওয়া সম্ভব হয়নি।
উল্লিখিত উদ্দীপকে সেবার যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়েছে, তা হলো-
i. অদৃশ্যমানতা
ii. নশ্বরতা
iii. অবিচ্ছেদ্যতা
নিচের কোনটি সঠিক?
পণ্যবিন্যাসের ফলে অপচয় রোধ করা সম্ভব হয়-
i. কাঁচামালের
ii. শ্রমের
iii. উৎপাদিত পণ্যের
পণ্য ডিজাইনের ক্ষেত্রে কোন বিষয়টির প্রতি অধিক গুরুত্ব দিতে হয়?
কোন অবস্থায় বাজার বিভক্তিকরণের পুরো কার্যক্রম ব্যর্থতায় পরিণত হয়?