পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
বিপণিমালা-
i. একটি বৃহদায়ন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান
ii. এটি কেন্দ্রীয় মালিকানা ও ব্যবস্থাপনায় পরিচালিত হয়
iii. এটি একক শাখা বিপণি কেন্দ্র
নিচের কোনটি সঠিক?
Bikroy.com কী?
স্বাভাবিকভাবে উৎপাদনকার্য পরিচালনা করে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবার উপযোগ সৃষ্টি করা যায় তাকে কী বলে?
কোনো প্রতিষ্ঠানে বা খাতে ব্যয়ের দিক থেকে জাতীয় উৎপাদন নির্ণয়ে যেসব বিনিয়োগ ধরা হয়-
i. ব্যক্তিক বিনিয়োগ
ii. অলাভজনক বিনিয়োগ
iii. সরকারি বিনিয়োগ
একটি বিন্যাসকে তখনই উত্তম বিন্যাস বলা যায়, যদি উক্ত বিন্যাসটিতে
i. স্থানের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়
ii. প্রতিটি কার্যকেন্দ্রের দুরুত্ব কম হয়
iii. নমনীয়তার সুযোগ বিদ্যমান থাকে