ব্যবসায় বাজারের অন্তর্ভুক্ত হলো-
i. শিল্পবাজার
ii. ভোক্তাবাজার
iii. পুনঃবিক্রেতার বাজার
নিচের কোনটি সঠিক?
ঢাকার মিরপুরে মিসেস আনিকা একটি জুয়েলারি দোকান প্রতিষ্ঠা করেন। তিনি নিয়মিতভাবে সিঙ্গাপুর থেকে নতুন ডিজাইনের জুয়েলারি আইটেম নিয়ে আসেন। এর ফলে তাঁর দোকানে মহিলাদের ভিড় লেগেই থাকে। মিসেস আনিকার দোকানে কোন ধরনের পণ্য বিক্রয় করা হয়?
বাজার সম্প্রসারণে ভূমিকা রেখে ব্যক্তিক বিক্রয় যার উপকার করে সে হচ্ছে-
i. উৎপাদনকারীর
ii. ক্রেতার
iii. সমাজ
প্রচারের বৈশিষ্ট্য হলো-
i. অর্থপ্রদত্ত
ii. বিশ্বাসযোগ্যতা বেশি
iii. নিয়ন্ত্রণযোগ্য নয়
উৎপাদনশীলতার মাধ্যমে সম্ভব হয়
i. উৎপাদন ব্যয় হ্রাস করা
ii. মূলধনের স্থায়ী ব্যয় হ্রাস করা
iii. অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা
পণ্য বিন্যাসে কোন ধরনের আকার অনুসরণ করা হয়?